চট্টগ্রাম, , সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
প্রকাশ: ২০১৯-০৭-২৯ ২০:৫৭:১১ || আপডেট: ২০১৯-০৭-২৯ ২০:৫৭:১১
সিপি রিপোর্টঃ
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সম্মেলন বা কমিটি ঘোষণা যে কোন সময় হতে পারে। কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্বে আসার দৌড়ে অনেকটাই ব্যাকফুটে জেলার ত্যাগী, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন নেতারা। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ব্যাক্তিগত যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে নেতৃত্বে আসার চেষ্টা করছে অপেক্ষাকৃত তরুন ও অনভিজ্ঞ ছাত্র নেতারা। দলের প্রতি ত্যাগ ও অভিজ্ঞতাকে মূল্যায়ন না করে যদি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি দেয়া হয়, তাহলে দীর্ঘদিনের ছাত্রলীগের ত্যাগী একটি প্রজন্ম ছিটকে পড়বে এমন অভিমত দিয়েছেন সংশ্লিষ্ট স্থানীয় কর্ণধাররা। এতে করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ভেতর দন্ধ ও হতাশা নেমে আসবে মহামারী আকারে।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন সম্মেলেণ অনুষ্ঠিত হওয়ার সময়কাল ইতিমধ্যে পার হয়ে গেছে। হয়তো যে কোন মুহুর্তে সম্মেলনের তারিখ ঘোষনা বা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হতে পারে। নতুন কমিটিতে জায়গা করে নিতে এরই মধ্যে বিভিন্ন ধরণের প্রচারনা ও লবিং করে যাচ্ছে একঝাঁক তরুন বয়সী ছাত্রলীগ নেতা। এদের মধ্যে রয়েছে- মইন উদ্দিন, সাদ্দাম হোসেন, নারিমা জাহান, শাখাওয়াত হোসাইন, মারুফ আদনান, কায়সার চৌধুরী রুবেল ও জাকের হোসেন। বয়সে তরুন এই ছাত্রলীগ নেতারা রাজনীতির মাঠে সবে মাত্র হাটতে শুরু করেছে। কিন্তু বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা কম হলেও তরুন এই ছাত্রলীগ নেতাদের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক শোভন ও রাব্বানির সাথে সুসম্পর্ক রয়েছে বেশ জোরেশোরে। ব্যাক্তিগত সম্পর্কের কারণে কেন্দ্রীয় নেতাদের সাথে কক্সবাজারের তরুন নেতাদের তোলা নিজেদেরই পোস্টকৃত অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এসব ছবিগুলোই এখন বেশ আলোচনার সৃষ্টি করেছে। বোদ্ধা মহলের ধারণা- কেন্দ্রীয় নেতাদের সাথে ব্যাক্তিগত সম্পর্ক দিয়েই নেতৃত্বে আসতে চাইছে জেলার তরুন কম বয়সী অনভিজ্ঞ ছাত্র নেতারা।
কেন্দ্রের সাথে তরুণ নবাগত ছাত্র নেতাদের ব্যক্তিগত সম্পর্ক ও ছবির কারণে অনেকটাই ব্যাকফুটে রয়েছে কক্সবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞ ছাত্রলীগ নেতারা। এদের মধ্যে রয়েছে- কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহ নিয়াজ, মারুফ ইবনে হোসাইন, ইব্রাহিম আজাদ বাবু, হাসান ইকবাল রিপন, আব্দুল মজিদ, আলিফুজ্জামান শুভর মতো বর্তমান কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র নেতারা। এমনকি কেন্দ্রের সাথে ব্যাক্তিগত যোগাযোগে ঘাটতি কিংবা পিছিয়ে থাকায় বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিমও বয়স থাকার পরও পুণরায় প্রার্থী হতে সিদ্ধান্তহীনতায় ভূগছে।
সকল ধরনের যোগ্যতা থাকার পরও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ না থাকায় কক্সবাজারের ত্যাগী, মেধাবী ও অভিজ্ঞ ছাত্রলীগ নেতারা ব্যাকফুটে রয়েছেন।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয় বলেন, যে কোন মুহুর্তে সম্মেলণ করার জন্য তিনি প্রস্তুত আছেন। কেন্দ্রিয় সভাপতি-সম্পাদক যেইদিন সম্মেলণ ঘোষণা করবে সেদিন সম্মেলণ দেয়া হবে।
জয় আরো বলেন, দীর্ঘদিন পরিশ্রম করে কক্সবাজার জেলা ছাত্রলীগ সারা দেশে মডেল ইউনিট হিসেবে সুনাম কুড়িয়েছে। তাই এর ধারবাহিকতা ধরে রাখতে ত্যাগী ও অভিজ্ঞদের সাথে তরুণ ও সম্ভাবনাময়ী ছাত্রনেতার সমন্বয়ে আগামী জেলা ছাত্রলীগের কমিটি চান বলে জানান তিনি।
আর্কাইভ